ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তামান্নাকে নিয়ে অন্নু কাপুরের কটাক্ষ, নেটিজেনদের ক্ষোভ

তামান্নাকে নিয়ে অন্নু কাপুরের কটাক্ষ, নেটিজেনদের ক্ষোভ

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক অন্নু কাপুর। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি তামান্নার নাচের প্রশংসা করতে গিয়ে অশালীন মন্তব্য করেন।

‘দ্য বার্ডস অফ বলিউড’ সিনেমার ‘গফুর’ গানে তামান্নার নাচ নিয়ে কথা বলতে গিয়ে অন্নু বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।” উল্লেখ্য, তামান্না দীর্ঘদিন ধরেই বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত, তবে এই তকমা যে তার অপছন্দ, তা আগেই জানিয়েছিলেন তিনি।

অন্নু কাপুরের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলেছেন, একজন সিনিয়র অভিনেতার এমন মন্তব্য লজ্জাজনক।

এতেই থেমে থাকেননি অন্নু কাপুর। তামান্নার আগের এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কত বছরের বাচ্চাদের ঘুম পাড়ান তামান্না? ৭০ বছরের বাচ্চাও হতে পারে! নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছেন—দেশের উপকারই হচ্ছে।”

তার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তামান্না ভাটিয়া।

নেটিজেনদের ক্ষোভ,অন্নু কাপুরের কটাক্ষ,তামান্না
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত