অনলাইন সংস্করণ
১৩:০৬, ২৬ অক্টোবর, ২০২৫
সম্প্রতি কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে এবার আয়োজিত হলো বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে বরাবরের মতো বসে লালন মেলা। সেই মিলনমেলায় শামিল হন দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা লালনভক্তরা। এবার সেই লালন আখড়াবাড়িতে হাজির ছিলেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও। সামাজিক মাধ্যমে গত কয়েক দিন ধরে লালনের আখড়া থেকে অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে সম্পূর্ণ লালনভক্তের বেশে, সাদা শাড়িতেই দেখা যায়। আর অভিনেত্রী নিজে এতদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে এই প্রথমবারের মতো লালন মেলা ভ্রমণ নিয়ে একটি চমকপ্রদ ভিডিও প্রকাশ করলেন রুকাইয়া জাহান চমক।
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে চমক লিখেছেন, লালনে যারা আমার অনেক ফটো ভিডিও তুলছো, তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। মোবাইলে এমবি আছে তো নাকি ওয়াইফাই? অভিনেত্রী ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে উঠে এসেছে লোকসংগীতের এই আখড়াবাড়ি এবং লালন শাহের জীবন-দর্শন সম্পর্কে নানা তথ্য। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী চমক নিজের সাজপোশাকে লালন মেলায় লোকসংস্কৃতির আবহকে ফুটিয়ে তুলেছেন। সাদা শাড়ির সঙ্গে মানানসই একটি রঙিন গামছা গায়ে জড়িয়েছেন।