ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আপনাকে আমার ড্রাইভারও রাখব না

আপনাকে আমার ড্রাইভারও রাখব না

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া কাজ করেছেন নাটক এবং ওয়েব ফিল্মে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। অনুরাগীদের সামনে পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিজীবনও তুলে ধরেন। ভক্তরা তা লুফে নেন। আবার কখনও কড়া সমালোচনা করেন। ভক্তদের ভালো, খারাপ দুই মন্তব্যের-ই জবাব দিতে দেখা যায়। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন ফারিয়া। যেখানে দেখা যায় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফুডপান্ডার বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছেন তিনি। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়। মন্তব্যে জানাতে থাকেন অনুরাগীরা। অভিনেত্রীর টাইমলাইন ঘুরে দেখা গেছে বেশকিছু মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।

ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ওনার (ফারিয়ার স্বামী) সঙ্গে কমপ্লিট হলে জানাবেন। আমরা সিরিয়ালে আছি।’ নেটিজেনের ওই মন্তব্য ভালোভাবে নেননি ফারিয়া। প্রত্যুত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘আপনি সিরিয়ালে থেকে লাভ নাই। আপনার যে চেহারা আপনাকে আমি আমার ড্রাইভারও রাখব না। বাদ দেন!’ বলে রাখা ভালো, এর আগে গত মার্চ মাসে অভিনেত্রীর পোস্টে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি হারিয়েছিলেন সাজেদা ফাউন্ডেশনের কর্মচারী। ওই ঘটনায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্ববান জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘আসুন আমরা সবাই হয়রানির বিরুদ্ধে সোচ্চার হই এবং এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে একে অন্যের প্রতি উদর ও সম্মানবোধ থাকবে।’

শবনম ফারিয়া,অভিনেত্রী,জনপ্রিয়,নাটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত