ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাকিব খানের সঙ্গেও নায়িকা হতে শর্ত জুড়ে দিলেন মিষ্টি জান্নাত

শাকিব খানের সঙ্গেও নায়িকা হতে শর্ত জুড়ে দিলেন মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজের কাজের নীতিমালা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। জানালেন, যে কোনো সিনেমায় যদি দুই বা তার বেশি নায়িকা থাকেন, তিনি সেই প্রজেক্টে অভিনয় করবেন না— এমন সিদ্ধান্তেই অটল তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে তার কাজের সম্ভাবনা ও গুঞ্জন প্রসঙ্গে মিষ্টি বলেন,“আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করব না, এটা শাকিব খানকে অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সঙ্গে কাজ করব। দুই নায়িকার ছবিতে আমি আগ্রহী নই।”

তিনি আরও বলেন, “অনেক সময় দুই নায়িকা থাকলে নানা জটিলতা তৈরি হয়। তাই শুরু থেকেই আমি এই ধরণের কাজ এড়িয়ে চলি। সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পেলে অবশ্যই করব, তবে শর্ত একটাই— সেটা সলো প্রজেক্ট হতে হবে।”

শাকিব খানের সঙ্গে তার সিনেমার সম্ভাবনা নিয়ে জল্পনা প্রসঙ্গে মিষ্টি জানান,“আমি তো কখনও বলিনি ‘ধামাকা’ মানেই শাকিব খান। এই বিষয়টি সম্পূর্ণ গুঞ্জন, আমি এমন কিছু ঘোষণা দিইনি।”

তবে কাজের ক্ষেত্রে তিনি কখনো প্রযোজকদের অনুরোধ করে সুযোগ নেওয়ার পক্ষে নন। তার ভাষায়,“আমি রিকোয়েস্ট করে কোনো ছবি করব না। আমার নিজের সেলফ রেসপেক্ট আছে। আমি শখে সিনেমা করি, এটাকে টোটাল পেশা হিসেবে নিইনি।”

মিষ্টি জান্নাতের এই বক্তব্যে অনেকেই মনে করছেন, তিনি নিজের কাজের ধরন ও অবস্থান নিয়ে আরও সচেতন হচ্ছেন। শাকিব খানের সঙ্গে তার জুটি দেখা যাবে কি না, এখন সেই দিকেই তাকিয়ে আছেন দর্শকরা।

শাকিব খান,মিষ্টি জান্নাত,নায়িকা,শর্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত