অনলাইন সংস্করণ
১৩:৫৬, ২৭ অক্টোবর, ২০২৫
দুই বছর আগে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কৌশিক গাঙ্গুলির বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে সিনেমায় কাজের সুযোগও পেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতায় তা হাতছাড়া হয়ে যায়।
অবশেষে এবার সেই সুযোগের দুয়ার খুলেছে। সম্প্রতি কলকাতায় গেছেন তাসনিয়া ফারিণ, ঘুরে দেখছেন টালিগঞ্জের ব্যস্ত শুটিং অঙ্গন। সেখানেই এক অনুষ্ঠানে দেবের সঙ্গে মুখোমুখি হন অভিনেত্রী। হাসিমুখে বললেন, ‘শেষ পর্যন্ত দেখা হলো আমাদের!’
ফারিণের কলকাতা সফরের সময় চঞ্চল চৌধুরীও ছিলেন টালিগঞ্জে, ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সেখানে দেখা হয় দুই শিল্পীর। পরে কোয়েল মল্লিকের নতুন ছবি ‘স্বার্থপর’ একসঙ্গে উপভোগ করেন তারা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, টালিগঞ্জের পরিবেশ তাকে মুগ্ধ করেছে। পূজার সময় কলকাতার রঙিন আবহে তিনি বেশ উপভোগ করছেন। তবে রাজনীতি নিয়ে প্রশ্নে তিনি সোজাসাপ্টা উত্তর দেন— “আমি রাজনীতিমনস্ক নই, শিল্পী হিসেবে এসব বিষয়ে কথা বলা ঠিক নয় বলে মনে করি।”
সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে ফারিণ ও চঞ্চলকে। তবে এ বিষয়ে ফারিণ স্পষ্ট করে বলেন,“আগামী ছবি কি না জানি না। টোনিদার সঙ্গে অনেক দিন ধরে কথা চলছে, কিন্তু চঞ্চলদা থাকবেন কি না জানি না।”
দুই বাংলার চলচ্চিত্রে পার্থক্য আছে কি না জানতে চাইলে ফারিণ বলেন,“কাজের ধরনে কিছু পার্থক্য আছে। এখানকার কাজ একটু বেশি সুসংগঠিত ও পেশাদার। তবে এখন আমাদের দেশেও বড় বাজেটের কাজ হচ্ছে, প্রযোজনায় পেশাদারিত্ব এসেছে। ভাষা, সংস্কৃতি, পরিবেশ— সবকিছু এতটাই এক, আলাদা কিছু মনে হয় না।”