ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বয়স নিয়ে বিতর্কে মালাইকা, জন্মদিনে নিজেই জানালেন বয়স ৫০!

বয়স নিয়ে বিতর্কে মালাইকা, জন্মদিনে নিজেই জানালেন বয়স ৫০!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মালাইকা আরোরাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বয়স বিতর্ক। সম্প্রতি নিজের জন্মদিনে একাধিক ছবি ও পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছেন, এবার তার বয়স ৫০ বছর। কিন্তু বিভিন্ন সূত্র ও উইকিপিডিয়া বলছে, মালাইকার প্রকৃত বয়স ৫২!

গত ২৩ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেন এই গ্ল্যামারকন্যা। বন্ধু-বান্ধব ও ছেলে আরহান খানকে নিয়ে উদযাপিত সেই পার্টির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। তবে সবার নজর কাড়ে তার জন্মদিনের কেক, যার ওপর লেখা ছিল স্পষ্ট করে— ‘৫০’। আর সেখান থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন— যদি ২০১৯ সালে তিনি ৪৬তম জন্মদিন পালন করে থাকেন, তাহলে ২০২৫ সালে এসে বয়স কীভাবে ৫০ হতে পারে?

পরবর্তীতে মালাইকা নিজেই ইনস্টাগ্রামে আরও কিছু ছবি পোস্ট করে লেখেন,“আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ।”

এই পোস্টের পর অভিনেত্রী কার্যত নিজের বয়স ৫০ বলেই ঘোষণা দিয়েছেন। এদিকে, মালাইকার বোন অমৃতা অরোরাও মজার ছলে ইনস্টাগ্রামে লেখেন,“গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।”

তবে ভক্তদের কাছে বয়স নয়, বরং মালাইকার সৌন্দর্য ও ফিটনেসই আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই মন্তব্য করেছেন,“বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা, তিনি এখনও ২৫ বছরের তরুণীর মতোই উজ্জ্বল।”

ফিটনেস, ফ্যাশন ও আত্মবিশ্বাসের মিশেলে মালাইকা আরোরা যেন বলিউডে এক অনন্য উদাহরণ। বয়স নিয়ে বিতর্ক থাকলেও, তিনি প্রমাণ করেছেন— নিজের মতো করে বাঁচাটাই আসল স্টাইল!

মালাইকা,বয়স,জন্মদিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত