
বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী সিনেমায় অভিষেক ঘটালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার প্রথম তেলুগু চলচ্চিত্র ‘জাটধারা’-এর শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। এই ছবিতে সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি।
জানা গেছে, ছবিটিতে সোনাক্ষীকে দেখা যাবে ‘ধনপিশাচিনী’ নামের এক ব্যতিক্রমী চরিত্রে। চরিত্রটি রহস্যময়, শক্তিশালী এবং আবেগপূর্ণ — যা তার আগের সব কাজ থেকে একেবারেই আলাদা।
সম্প্রতি ‘জাটধারা’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোনাক্ষী। অভিনেত্রীর ভাষায়,“আমি এর আগে যেসব চরিত্রে অভিনয় করেছি, এরকম কোনো চরিত্র কখনোই করিনি। একজন অভিনেত্রী হিসেবে এটাই আমার সবচেয়ে আলাদা ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। এমন একটি সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন,“এই চরিত্রে আমি আমার অভিনয়ের নতুন একটি দিক আবিষ্কার করছি। দর্শকরা আমাকে এই নতুন রূপে কেমনভাবে গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।” সোনাক্ষীর এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত তার স্বামী ও অভিনেতা জাহির ইকবালও।
তিনি বলেন,“অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর কোনো তুলনা নেই। সে প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করে। এই ছবিতেও সে নিজের সেরাটা দিয়েছে বলে আমার বিশ্বাস।”
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই প্রথম কাজ হলেও, সোনাক্ষীর আত্মবিশ্বাস স্পষ্ট— তিনি কেবল বলিউডেই নয়, পুরো ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান শক্ত করতে প্রস্তুত।