ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজনীতি নয়, যুদ্ধক্ষেত্র— বিজয়ের ঘোষণা

রাজনীতি নয়, যুদ্ধক্ষেত্র— বিজয়ের ঘোষণা

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়, যিনি গত বছর রাজনীতিতে যোগ দিয়ে আলোচনায় আসেন, এবার আরও বড় বিতর্কের মুখে। নিজের নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর পক্ষ থেকে জনসভায় বক্তব্য দিতে গিয়ে এক ভক্তের সঙ্গে দেহরক্ষীর দুর্ব্যবহারের ঘটনায় বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুর কুন্নাম থানায় এই মামলা দায়ের করা হয়েছে। মামলায় থালাপতির পাশাপাশি তার কয়েকজন দেহরক্ষীকেও আসামি করা হয়েছে।

চলচ্চিত্রের তুঙ্গ থেকে রাজনীতির ময়দানে পা রাখেন থালাপতি বিজয়। ২০২4 সালের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা দেন তিনি। গঠন করেন নিজের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)।

দল ঘোষণার আট মাস পর চলতি অক্টোবর মাসে মাদুরাইয়ে টিভিকের প্রথম বৃহৎ জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেই সভায় বিজয়ের ঘোষণা,“রাজনীতি সিনেমা নয়, এটা যুদ্ধক্ষেত্র।”

তিনি আরও জানান, আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন।

একই জনসভাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন বিতর্ক। পেরাম্বালুর জেলার এক বাসিন্দা শরৎকুমার অভিযোগ করেছেন, বিজয়ের দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছেন। তার অভিযোগের ভিত্তিতেই কুন্নাম থানায় মামলা নেয় পুলিশ।

তামিলনাড়ু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা হয়েছে থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে।”

সম্প্রতি মাদুরাইয়ে অনুষ্ঠিত টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় স্পষ্ট বার্তা দেন— তার দলের মূল আদর্শগত প্রতিদ্বন্দ্বী হলো ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

তিনি বলেন,“আমাদের দল মানুষের পাশে থাকবে, ধর্ম বা জাত নয়— উন্নয়নই আমাদের লক্ষ্য। বিজেপি আমাদের আদর্শগত শত্রু।”

বিজয়,যুদ্ধক্ষেত্র,রাজনীতি,ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত