ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গলায় সাপ জড়িয়ে নেট দুনিয়ায় ভাইরাল প্রিয়াঙ্কা চোপড়া

গলায় সাপ জড়িয়ে নেট দুনিয়ায় ভাইরাল প্রিয়াঙ্কা চোপড়া

অভিনয় জগতে আত্মবিশ্বাস ও সাহসিকতার জন্য বরাবরই পরিচিত গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি এমন এক কাজ করে বসেছেন যা দেখে অবাক হয়েছেন নেটিজেন থেকে শুরু করে তার স্বামী নিক জোনাসও। সাদা টপ ও ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার নিজের গলায় জড়ালেন আস্ত একটি সাপ!

সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে তোলা একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নিক জোনাস মজা করে বলছেন— ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা হেসে বলেন— ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ!’

ভিডিওতে নিকের চোখে-মুখে হালকা ভয় স্পষ্ট হলেও, প্রিয়াঙ্কা ছিলেন সম্পূর্ণ নির্ভার ও আত্মবিশ্বাসী। তিনি সাপটির সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যে পোজ দেন এবং মজার ছলে তাকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেন। অন্যদিকে নিক নিরাপদ দূরত্ব বজায় রেখে শুধু দৃশ্যটি উপভোগ করেন।

প্রিয়াঙ্কা তার ভক্তদের জন্য পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন, যেখানে তাকে একবার গলায় হলুদ অজগর, আবার হাতে কালো কোবরা নিয়ে দেখা যায়। এসব দেখে বোঝা যায়, সাপের প্রতি অভিনেত্রীর কোনো ভয় নেই।

ভক্তরাও অভিনেত্রীর সাহসিকতায় মুগ্ধ। একজন মন্তব্য করেন— ‘তুমি মজা করছো, কিন্তু নিকের মুখটা একবার দেখো!’ আরেকজন লিখেছেন— ‘তুমি সত্যিই সাহসী, প্রিয়াঙ্কা! তবে তোমার ছবিটা দেখে তিন রাত ঘুমাতে পারব না।’

প্রিয়াঙ্কা চোপড়া প্রমাণ করেছেন, শুধু পর্দায় নয়— বাস্তব জীবনেও তিনি সত্যিকারের নির্ভীক এক ‘কুইন’।

প্রিয়াঙ্কা চোপড়া,ভাইরাল,গলায় সাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত