ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন তাসনিয়া ফারিণ

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন তাসনিয়া ফারিণ

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রেমের গুঞ্জন একসময় ছিল টক অব দ্য টাউন। বছর দুয়েক আগে শুরু হওয়া এই আলোচনা এতটাই ছড়িয়েছিল যে, কেউ কেউ বলেছিলেন— তারা নাকি বিয়েও করেছেন! তবে সময়ের সঙ্গে সেই গুঞ্জনের অবসান ঘটে, এবং দুজনই ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজে।

মূলত একটি নাটকে একসঙ্গে কাজ করার সূত্রেই এই জল্পনা ছড়ায়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এখন ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দায় নিজের জায়গা পাকা করছেন তাসনিয়া ফারিণ। শুধু দেশেই নয়, ওপার বাংলাতেও তিনি পরিচিত মুখ। সম্প্রতি কলকাতায় গিয়ে দেখা করেছেন টালিগঞ্জের বিখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও অভিনেতা দেবের সঙ্গে।

সেই সফর নিয়েই ফারিণ কথা বলেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন-এর সঙ্গে। সাক্ষাৎকারে উঠে আসে তার অভিনয়জীবন, বিয়ে, ব্যক্তিগত জীবন এবং তাহসানকে ঘিরে পুরোনো গুঞ্জনের প্রসঙ্গও।

সংসার ও অভিনয়— দুই ক্ষেত্রই দারুণভাবে সামলে নিচ্ছেন ফারিণ। তিনি বলেন,“আপনারা হয়তো একদিন আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও আমি অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কখন বিয়ে করবেন, সেটা সমাজ নয়— আমি নিজেই ঠিক করব। বরং বিয়ের পর আমার কাজ আরও বেড়েছে।”

তাহসানকে ঘিরে পুরোনো সেই গুঞ্জন নিয়েও ফারিণ স্পষ্টভাবে বলেন,“বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি, তাই মানুষ আন্দাজ করে তাহসানের নাম জুড়ে দেয়। পরে যখন আমার প্রেমিককে (বর্তমান স্বামী) সবার সামনে আনলাম, তখনই ভুলটা ভেঙে যায়।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ।

তাসনিয়া ফারিণ,প্রেম,গুঞ্জন,তাহসান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত