ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লুইপার কণ্ঠে ‘চুড়ি ছাম ছাম’

লুইপার কণ্ঠে ‘চুড়ি ছাম ছাম’

এই প্রজন্মের নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে বেশকিছুদিন বিরতির পর এলো নতুন মৌলিক গান ‘চুরি ছাম ছাম’ শিরোনামের একটি গান। লুইপার নিজের ইউটিউব চ্যানেলে ‘লুইপা’-তে গানটি গত ১৬ নভেম্বর প্রকাশিত হয়েছে। গানটিকে ঘিরে লুইপার রয়েছে বেশ উচ্ছ্বাস আর আনন্দ। তার কয়েকটি কারণও রয়েছে। একইদিনে প্রায় কাছাকাছি সময়ে লুইপার সবচেয়ে প্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লার কণ্ঠে নতুন সঙ্গীতায়োজনে প্রকাশিত হয়েছে ‘দামা দাম মাস্কালান্দার’ গানটি।

রুনা লায়লার কণ্ঠে নতুন করে কোক স্টুডিওতে প্রকাশিত এই গান নতুন করে দারুণভাবে সাড়া ফেলেছে। লুইপাও তার প্রিয় এই শিল্পীর কণ্ঠের গানটি প্রকাশ হবার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকবার শুনেছেন এবং নতুন করে রুনা লায়লার কণ্ঠে তুমুল জনপ্রিয় এই গানটি শুনে আবারও রুনা লায়লাতে মুগ্ধ হচ্ছেন প্রতি মুহূর্তে। আবার লুইপার যারা ভক্ত শ্রোতা তারা লুইপার কণ্ঠে নতুন মৌলিক গান ‘চুড়ি ছাম ছাম’ গান শুনে মুগ্ধ হচ্ছেন। তারা এই গানে মেতে উঠেছেন। গানটি লিখেছেন সিফাত আব্দুল্লাহ আবির, সুর সঙ্গীত করেছেন তানভীর। গানটি প্রকাশের পর থেকেই লুইপা দারুণ সাড়া পাচ্ছেন বিশেষ করে গানের ‘হাতে ছুড়ি ছাম ছাম বাজে’ অশংটুকু সবাই বেশ উপভোগ করছেন। গানের মনোমুগ্ধকর মিউজিক ভিডিওটিও শ্রোতা দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অল্প সময়ের মধ্যেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। গানে মডেল হিসেবে পারফর্ম করেছেন এই প্রজন্মের দর্শক সমাদৃত মডেল, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

মিউজিক ভিডিওতে চমকের গ্ল্যামারাস উপস্থিতি মুগ্ধ করছে সবাইকে। বেশকিছুদিন বিরতির পর নতুন গান নিয়ে লুইপার যেমন প্রত্যাশা ছিল তার চেয়েও যেন বেশি সাড়া পাচ্ছেন তিনি।

‘চুড়ি ছাম ছাম’,কণ্ঠ,সঙ্গীতশিল্পী,জিনিয়া জাফরিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত