অনলাইন সংস্করণ
১৮:০৫, ২২ নভেম্বর, ২০২৫
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার একটি দৃশ্য ধারণের সময় পায়ে গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্বস্তির খবর—চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো বিপদের আশঙ্কা নেই। আপাতত বিশ্রামেই থাকতে হবে নায়িকাকে।
বর্তমানে শ্রদ্ধা কাপুর কাজ করছেন ‘ঈথা’ নামের একটি সিনেমায়। এটি জনপ্রিয় মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকর–এর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে। ছবিরই একটি বিশেষ দৃশ্যে ‘লাভনি’ নাচের শুট করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা।
দৃশ্যটির জন্য শ্রদ্ধাকে পরতে হয়েছিল জাঁকজমকপূর্ণ ভারী শাড়ি, গয়না ও কোমরবন্ধনী—সব মিলিয়ে প্রায় ১৫ কেজি ওজন বহন করতে হচ্ছিল তাকে। নাচের গতি দ্রুত হওয়ায় হঠাৎ কোমরে বাঁধা ভারী কোমরবন্ধনীটি খুলে তার পায়ের ওপর পড়ে যায়। এর ফলে তীব্র আঘাত পান তিনি।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, আহত হলেও আতঙ্কের কিছু নেই। ধকল কাটাতে এবং ব্যথা কমাতে কয়েকদিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শীঘ্রই সুস্থ হয়ে তিনি আবার শুটিং সেটে ফিরবেন বলে আশা করছেন নির্মাতারা।