ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবের সঙ্গে প্রথম রোম্যান্সে উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী

দেবের সঙ্গে প্রথম রোম্যান্সে উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী

প্রথমবার বড়পর্দায় পা রাখতেই ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি ২’ ছবিতে দেব–জ্যোতির্ময়ীর এই নতুন জুটিকে দেখা যাবে খুব শিগগিরই। প্রথম সিনেমাতেই বড় তারকার সঙ্গে অভিনয়—এতে উচ্ছ্বাসের পাশাপাশি শুরুর দিকে কিছুটা ভয়ও কাজ করেছিল বলে জানান এই নবাগত নায়িকা।

জ্যোতির্ময়ী বলেন, প্রথমে শুনে বিশ্বাসই হয়নি যে তার বিপরীতে থাকছেন দেব। তবে শুটিং শুরুর পর পরিচালক অভিজিৎ সেনের সহায়তায় সবকিছুই সহজ হয়ে যায়। এক সাক্ষাৎকারে মজা করে তিনি বলেন, “পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোম্যান্স করতে আমার আপত্তি নেই! তবে বাস্তবে নয়, বাস্তবে দেবদাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি।”

প্রথমবার দেবকে দেখে ভয় পেয়েছিলেন বলেও জানান জ্যোতির্ময়ী। তিনি বলেন, “‘রঘু ডাকাত’ ছবির শুটিং শেষ করে যখন দেবদা আসেন, তখন তার মুখভর্তি দাড়ি–গোঁফ, কিছুটা ভারী চেহারা—দেখে একটু ভয় পেয়েছিলাম। কিন্তু ‘প্রজাপতি ২’-এর লুকে যখন দেখলাম, তখন আবার সেই ‘পাগলু’ ছবির দেবদাকেই মনে হলো।”

লন্ডনে হয়েছে ‘প্রজাপতি ২’-এর দীর্ঘ শুটিং। ছবিতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও আছেন, যা জ্যোতির্ময়ীর জন্য প্রথম ছবির অভিজ্ঞতাকে আরও বিশেষ করেছে।

টেলিভিশনের ‘বঁধুয়া’ ধারাবাহিকে ‘পেখম’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া জ্যোতির্ময়ী মনে করেন—মাধ্যম নয়, দক্ষতাই হওয়া উচিত শিল্পী নির্বাচনের মানদণ্ড। তাই ছোটপর্দা থেকে বড়পর্দায় সুযোগ দেওয়ার এই প্রক্রিয়াকে তিনি স্বাগত জানান। সুযোগ মিললে ভবিষ্যতেও টেলিভিশনে কাজ করতে আগ্রহী তিনি।

ব্যক্তিজীবন প্রসঙ্গে জ্যোতির্ময়ী হাসতে হাসতে বলেন, আপাতত বিয়ে বা সম্পর্কে জড়ানোর কোনো পরিকল্পনা নেই। “আরও ১০–১২ বছর সময় নিতে চাই,” জানান তিনি।

জ্যোতির্ময়ী,উচ্ছ্বসিত,দেব,রোম্যান্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত