ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তানজিন তিশার বিরুদ্ধে টাকার অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে টাকার অভিযোগ

অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক যেন শেষই হচ্ছে না। যুগল শাড়িকাণ্ড নিয়ে সমালোচনার পর এবার নতুন অভিযোগ—ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান দাবি করেছেন, তিশা তার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন।

অভিযোগ অস্বীকার করে তিশা গণমাধ্যমকে বলেন,“এই অভিযোগ ফালতু। চুক্তির সময় আমাকে এক-তৃতীয়াংশ পেমেন্ট দেওয়া হয়েছিল। ভিসার অপেক্ষায় দেড় মাস অন্য কোনো কাজ করিনি। চুক্তিতে পরিষ্কার লেখা আছে—শুটিং বাতিল হলে এই টাকা ফেরতযোগ্য নয়।”

তিনি আরও অভিযোগ করেন,“শরীফ নামে একজন রাতের মধ্যভাগে কথা বলতে চেয়েছেন। এটা পেশাদার আচরণ নয়। দিনে যোগাযোগ করেছি। আর তিনি তো সিনেমার প্রযোজকই নন। আরও কিছু বলার থাকলে আমার আইনজীবী বলবেন।”

তিশার আইনজীবী জসীম উদ্দিন বলেন,“তিশা চুক্তি অনুযায়ী সব দায়িত্ব পালন করেছেন। শিডিউল দিয়েছেন, কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ডিরেক্টর ভিসা ও শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ফলে ডিরেক্টরের ডিফল্ট স্পষ্টভাবে প্রমাণিত হয়। তিশা বরং ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

‘ভালোবাসার মরশুম’ চলচ্চিত্রের মাধ্যমেই বড়পর্দায় অভিষেকের কথা ছিল তিশার। তবে ভিসা ও শুটিং–সংক্রান্ত জটিলতায় সিনেমাটি আর শুরুই হয়নি।

এদিকে সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করেছেন তিশা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

অভিযোগ,তানজিন তিশা,ভারতীয় চলচ্চিত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত