ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহার।

অভিনেতার মৃত্যুতে বলিউডে আকাশে শোকের ছায়া। সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করছেন বলিউড তারকারা এবং অভিনেতার ভক্তরা। পরিবার সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পবন হংস শ্মশানে।

আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিন ছিল, তার মাত্র কয়েক দিন আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

উল্লেখ, শ্বাসকষ্ট জনিত কারণে গত ৩১ অক্টোবর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে কয়েক সপ্তাহ চিকিৎসার শেষে ১২ নভেম্বর বাড়ি ফেরেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ডাঃ প্রতিত সামদানি জানিয়েছিলেন যে এই বর্ষীয়ান অভিনেতার চিকিৎসা এখন থেকে বাড়িতে চলবে।

রাঘবনের বহু প্রতীক্ষিত ছবি ‘ইক্কিস’ মুক্তির আগেই মারা গেলেন তিনি। এটিই তার ক্যারিয়ারের শেষ সিনেমা। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে দেখা যাবে।

ধর্মেন্দ্র,শেষ নিঃশ্বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত