অনলাইন সংস্করণ
১৪:৪৬, ২৬ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আবারও আলোচনায়। ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করা এই তারকা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ‘নট আউট’ নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনা চলচ্চিত্রে নাম লেখান ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে, যেখানে তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়।
সাম্প্রতিক সময়ে শীতের সকালে নদীতে নেমে জলকেলির বেশ কিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়—খোলামেলা চুল, কালো টি-শার্ট, হাতে কচুরিপানার বেগুনি ফুল; আর সেই ফুলের সঙ্গে ভাবনার মায়াবী চাহনি যেন আরও মন ছাড়িয়ে নিয়েছে ভক্তদের।
ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন—“শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কি?”
ভাবনার এই জলকেলি মুহূর্ত দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সৌন্দর্যের প্রশংসায় ভাসিয়েছেন, আবার কেউ শীতের মধ্যে পানিতে নেমে ছবি তোলার দুঃসাহসে বিস্ময় প্রকাশ করেছেন।
একজন মন্তব্য করেছেন—“নদী যেটাই হোক, আপনাকে ভীষণ সুন্দর লাগছে।” আরেকজন লিখেছেন—“আমার তো দেখেই শীত লাগতেছে, আর আপনি পানিতে!”
নাটক-সিনেমায় যেমন ভিন্নতা দেখাতে ভালোবাসেন ভাবনা, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ভিন্নধর্মী উপস্থিতি ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দেয়।