ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উপস্থাপনা ও সঙ্গীতে ব্যস্ত লাবণ্য

উপস্থাপনা ও সঙ্গীতে ব্যস্ত লাবণ্য

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য তার সঙ্গীত জীবন বা উপস্থাপনা জীবনের ছন্দময় সময় পার করছেন। কারণ একইসঙ্গে তিনি মাছরাঙ্গা টিভি, বিটিভি ও বাংলাদেশ বেতারের তিনটি ভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করার পাশাপাশি গানেও বেশ ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততার এই ধারাবাহিকতায় আজ তিনি সন্ধ্যা ৬.৩০ মিনিটে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আঁলিয়াস ফ্রঁসেজ দ্য ঢাকার (ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র) সঙ্গীত বিভাগের আয়োজনের ‘দ্য ট্রেডিসন অব মেলোডির পঞ্চম পর্বে সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মনজুরুল ইসলাম খান।

ইয়াসমিন লাবণ্য বলেন, ‘আজ থেকে এক মাসেরও বেশি সময় আগে দ্য ট্রেডিসন অব মেলোডির এই পর্বে গান গাইবার জন্য চূড়ান্ত হই। যেহেতু এই আয়োজনটি আঁলিয়াস ফ্যঁসেজ দ্য ঢাকার আয়োজন। তাই আমার পূর্ণ আস্থা আছে যে আয়োজনটি বেশ পরিপাটি ও নিখুঁত হবে। অনুষ্ঠানে আমি ছাড়াও আরও যারা সঙ্গীত পরিবেশন করবেন তাদের সবার পরিবেশনায় আজকের আয়োজনটি মনোমুগ্ধকর হয়ে উঠবে এমনটাই আশা রাখছি। অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট আর্টিস্ট, স্টুডেন্ট আর্টিস্ট এবং কোঅর্ডিনেটরসহ আরও যারা আছেন এই আয়োজনের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের জন্য রইলো অনেক শুভ কামনা। আশা করছি অনুষ্ঠানটির শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকবো একজন পেশাদার শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকেই। যেহেতু এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত, তাই আশা করছি অনেকের সঙ্গে দেখা হবে এই আয়োজনে।’ ইয়াসমিন লাবণ্য দীর্ঘদিন যাবত একজন সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি করছেন। একজন উপস্থাপিকা হিসেবে তিনি ‘মাছরাঙ্গা’ টিভির সঙ্গে যুক্ত আছেন বেশ কয়েক বছর যাবত। কিছুদিন আগে থেকেই তিনি বিটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘সঙ্গীতা’র সঙ্গে সম্পৃক্ত হয়েছেন একজন উপস্থাপিকা হিসেবে। পাশাপাশি বাংলাদেশ বেতারের প্রতি বুধবারের সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’রও যাত্রা শুরু হয়েছে তারই হাত ধরে। অর্থাৎ লাবণ্যই এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। তবে লাবণ্যের আক্ষেপের জায়গা একটাই, তিনি নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্ধ্যবোধ করলেও তার নিয়মিত মৌলিক গান প্রকাশ পাচ্ছেনা। যে কারণে এই বছর মৌলিক গানে মনোযোগী হবার কথা থাকলেও ব্যক্তি জীবনসহ আনুষঙ্গিক নানান কাজের ব্যস্ততার কারণে মৌলিক গানের দিকে তার মনোযোগ দেওয়া হয়ে উঠেনি। কয়েকদিন আগেই লাবণ্য, মাছরাঙ্গা টিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’তে শ্রোতা দর্শককে সরাসরি গান শুনিয়েছেন।

লাবণ্য,উপস্থাপনা,সঙ্গীত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত