ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

 ‘আমার জীবন, আমার সিদ্ধান্ত’: ট্রলের জবাবে সোনাক্ষী

 ‘আমার জীবন, আমার সিদ্ধান্ত’: ট্রলের জবাবে সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বহুবারই ব্যক্তিগত জীবন আর শারীরিক গঠন নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে মুসলিম যুবক জাহির ইকবালকে বিয়ে করার পর থেকে তাকে লাগাতার ট্রলিং, কটূক্তি ও বিদ্রূপ সইতে হয়েছে। তবে এসব নেতিবাচক পরিস্থিতি তিনি কীভাবে মোকাবিলা করেন—সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এসে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেন অভিনেত্রী।

সোনাক্ষী বলেন, তার বিয়ে নিয়ে যারা অতিরিক্ত আগ্রহ দেখান, তাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেনই না। তার ভাষায়, “যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন, তাদের আমি চিনি না, জানিও না। আমি পৃথিবীর প্রথম বা শেষ মেয়ে নই, যে ভিন্নধর্মে বিয়ে করেছে।”

তিনি আরও জানান, একজন পরিণত নারী হিসেবে নিজের সিদ্ধান্ত নেওয়া তার অধিকার। কিন্তু তবুও অযাচিত সমালোচনা তাকে ব্যথিত করেছে। সোনাক্ষীর কথায়,“আমি এত বাজে মন্তব্য দেখেছি যে, বিয়ের পর সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনই বন্ধ করে দিতে হয়েছিল। অনেক অচেনা হ্যান্ডেলকে ব্লক করতেও বাধ্য হয়েছি।”

ট্রলিংয়ের মুখোমুখি হয়েও তিনি পরিষ্কার জানিয়ে দেন—তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে অন্যের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। নিজের জীবন নিজের মতো করে বাঁচতেই চান সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী,ট্রল,জবাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত