ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সজল-অপু জুটি

সজল-অপু জুটি

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। ‘দুর্বার’ নামের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং- এমনই খবর মিলল।

কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপু বিশ্বাস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ প্রসঙ্গে নির্মাতা ফুয়াদ গণমাধ্যমে জানিয়েছেন, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে নারাজ তিনি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে।

জানা গেছে, পুরোদমে চলছে প্রস্তুতি শুটিং ফ্লোরে যাওয়ার আগে কোনো খামতি রাখতে চান না শিল্পীরা। তাই সজল ও অপু বিশ্বাসসহ অন্য কলাকুশলীরা বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। মূল শুটিং শুরুর আগে আগামী ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট করা হবে বলে শোনা যাচ্ছে।

এই সিনেমায় অপু ও সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপু-সজল জুটির ‘দুর্বার’।

এদিকে, ‘দুর্বার’ ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও নতুন কাজ। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’-এর কাজ শেষ করেই তিনি ‘সিক্রেট’-এর শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।

সজল-অপু,জুটি,সিনেমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত