ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন বছরে জয়ার প্রথম ছবি ‘ওসিডি’

নতুন বছরে জয়ার প্রথম ছবি ‘ওসিডি’

২০২৫ সাল ছিল জয়া আহসানের জন্য সমতার খেলা। এর আগে লম্বা সময় অভিযোগ ছিল, অভিনেত্রীর টলিউড প্রীতির বিষয়ে। বলা হচ্ছিল, কলকাতার ৫টি সিনেমার বিপরীতে মাত্র একটি সিনেমার দেখা মেলে ঢালিউডে। সেই অভিযোগ বা অনুযোগ দারুণভাবে খণ্ডালেন গেল বছরে। বছরজুড়ে দুই বাংলার প্রেক্ষাগৃহে নিয়মিত মুক্তি পেয়েছে জয়া আহসানের দারুণ সব সিনেমা। যেমন- ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ প্রভৃতি। সেই ধারাবাহিকতায় নতুন বছরের অভিনেত্রী খাতা খুলতে যাচ্ছেন ৬ ফেব্রুয়ারি। বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া। পোস্টার প্রকাশ করে বললেন, আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ওসিডি’। সৌকর্য ঘোষালের এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে। ২০২১ সালে এই সিনেমার কাজ শেষ হলেও এটি মুক্তির আলো দেখেনি। তবে ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

‘ওসিডি’,ছবি,জয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত