ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

একুশে পদক পাচ্ছেন মেহেদী হাসানসহ অভ্রর পুরো দল

একুশে পদক পাচ্ছেন মেহেদী হাসানসহ অভ্রর পুরো দল

চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন মেহেদী হাসান খান। তবে এককভাবে এই পুরস্কার নিতে আগ্রহী নন তিনি। এই ক্যাটাগরিতে তার সঙ্গে আরও তিনজনকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যারা মেহেদী হাসানের সঙ্গে অভ্র তৈরিতে যুক্ত ছিলেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে এক পোস্টে এ কথা সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মেহেদি হাসান খানের পাশাপাশি অভ্র তৈরিতে তার তিন সহযোগী রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাকেও বিজ্ঞান ও প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, মেহেদী একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আবা/এসআর/২৫

অভ্র,একুশে পদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত