বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ (গুগল ওয়ালেট)। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন। গুগলের সঙ্গে অংশীদার হয়ে সিটি ব্যাংক এ সেবা চালু করেছে, সহযোগী হিসেবে রয়েছে মাস্টারকার্ড ও ভিসা।
এই সেবার মাধ্যমে গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই বিশ্বের যেকোনো পয়েন্ট-অফ-সেল (POS) টার্মিনালে লেনদেন করতে পারবেন। এতে কার্ড বহনের প্রয়োজন পড়বে না এবং টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহারে গ্রাহকের মূল তথ্য থাকবে নিরাপদ। কোনো বাড়তি ফি ছাড়াই এই সুবিধা পাবেন সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা।
সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, এটি দেশের ডিজিটাল অর্থনীতির পথে বড় একটি পদক্ষেপ, যা গ্রাহকবান্ধব এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করবে।
এক ঘণ্টায় ছয় দফা হামলার পর ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা অন্যদিকে একই দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনার চূড়ান্ত পরিণতিতে ইরান ও ইসরায়েল এক ঘণ্টায় পাল্টাপাল্টি ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, মঙ্গলবার সকালেই ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তারপরই যুদ্ধবিরতি কার্যকর হয়।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিয়েরশেবা শহরে হামলায় অন্তত ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বলেন, 'যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না।' তবে ইরান এখনো ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
দুইটি ঘটনাই আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ-বাংলাদেশে গুগল পের মতো প্রযুক্তিগত অগ্রগতি যেমন দেশের আর্থিক খাতকে নতুন যুগে প্রবেশ করাচ্ছে, তেমনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা বিশ্বের নিরাপত্তা ও জ্বালানি বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পারে।