ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের দুঃসংবাদ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের দুঃসংবাদ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা দুটি ‘জিরো ডে’ ত্রুটিসহ ৪৮টি ত্রুটির সন্ধান পেয়েছে গুগল। ত্রুটিগুলোর সমাধান করে নতুন নিরাপত্তা আপডেট উন্মুক্তও করেছে এই টেক জায়ান্ট।

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড থাকা জিরো-ডে ত্রুটিগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করানোর পাশাপাশি দূর থেকে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ‘ফেব্রুয়ারি ২০২৫ নিরাপত্তা আপডেট’ ব্যবহার করতে হবে।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডে থাকা একটি জিরো ডে ত্রুটি কাজে লাগিয়ে এরই মধ্যে হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অপর জিরো ডে ত্রুটির মাধ্যমে এখনো সাইবার হামলা চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দুটি ত্রুটিই ভয়ংকর। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে অবশ্যই নতুন নিরাপত্তা আপডেট ব্যবহার করতে হবে।

প্রাথমিকভাবে গুগলের তৈরি পিক্সেল ফোনের জন্য অ্যান্ড্রয়েডের নিরাপত্তা আপডেট উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই নিরাপত্তা আপডেট উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। ত্রুটিগুলোর কারণে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়ার আশঙ্কা থাকায় উন্মুক্তের পরপরই নিরাপত্তা আপডেট দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড,গুগল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত