ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যে এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করলো ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে, তাহলে ইরান আর কোনো বিকল্প রাখবে না-সরাসরি প্রতিরোধে নামবে। তার ভাষায়, 'আমরা আগ্রাসীদের শিক্ষা দেবো, নিজেদের রক্ষায় অস্ত্র ব্যবহার করবো।'
তিনি যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়ে বলেন, 'ইসরায়েলকে যদি থামাতে না পারেন, অন্তত নিরপেক্ষ থাকুন। পাশে দাঁড়িয়ে থাকুন। আগুনে ঘি ঢালবেন না।'
ঘরিবাবাদী আরও জানান, ইরানি সেনা ও নিরাপত্তা ইউনিটগুলোর হাতে সব ধরনের সামরিক বিকল্প প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মঙ্গলবার রাতে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৭ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর এবং ২ জন মাঝারি। ১৮ জন আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আহত হন।
বিয়ের শেভা শহরে সোরোকা হাসপাতালের পাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাকে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো 'লাল রেখা অতিক্রম' বলেও উল্লেখ করেছেন। তিনি এটিকে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন।
ইরান-ইসরায়েল সংঘাত প্রতিদিনই নতুন মাত্রা নিচ্ছে, আর এতে যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। ইরানের বার্তা স্পষ্ট—বাইরের শক্তি হস্তক্ষেপ করলে প্রতিক্রিয়া আরও কঠোর হবে।