ইসরায়েল-ইরান চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা ভয়াবহ উত্তেজনার দিকে ধাবিত হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার (১৯ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।
পেসকভ বলেন, 'যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য নাটকীয়ভাবে অস্থিতিশীল হয়ে উঠবে।' তিনি এও জানান, মস্কো পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং এই সংঘাতে উত্তেজনা বাড়াতে চায় না।
এদিকে, ইসরায়েল-ইরান সংকটে দুইটি পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে, রাশিয়া তেহরানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখছে।
চলতি বছরের শুরুতে ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করেন, যাতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে 'উসকানিমূলক' বলে আখ্যা দিয়েছে এবং গতকাল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার জন্য সরাসরি সতর্ক করেন।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতির এমন ঘনঘটা ওয়াশিংটন ও মস্কোকে মুখোমুখি সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র নীতি রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠতে পারে।