ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতের মধ্যেই এবার পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানকে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মেইর মাসরি।
তিনি ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) আরবি ও উর্দু ভাষায় লেখেন- “ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি”। তিনি আরও লেখেন: “পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।”
মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে না থাকলেও তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে।
এদিকে সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান। কেউ কেউ বলেন, এমন বক্তব্য পাকিস্তানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে।
এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে উদ্দেশ করে কড়া বার্তা দেন।
তিনি বলেন, “আমাদের বার্তা খুবই পরিষ্কার- ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়”। তিনি আরও বলেন, পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।