ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে ইরানের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার (২০ জুন) জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ কথা বলেন তিনি।
পেজেশকিয়ান বলেন, ‘শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। অন্যথায় শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে। কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব’।
তিনি বলেন, ‘সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার। তিনি বলেন, ‘আল্লাহর দয়ায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।’
এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও দেশের জনগণকে ভয় না পেয়ে দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি শত্রু বুঝতে পারে যে, আপনারা তাদের ভয় পান তাহলে তারা ছেড়ে দেবে না।’