ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে খুবই বিপজ্জনক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে খুবই বিপজ্জনক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমাদের জনগণের ওপর যখন বোমা হামলা করা হচ্ছে তখন আমরা আলোচনায় যেতে পারি না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি সতর্ক করে বলেন, ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হয়, তবে তা ‘খুবই বিপজ্জনক’ হবে।

যদিও তার দাবি, যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে প্রথম দিন থেকেই যুক্ত আছে। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

একইসাথে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপে, কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে রাজি থাকার কথাও জানিয়েছেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

আরাঘচি আরও বলেন, কূটনীতি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে পারে। তবে কূটনীতিতে ফিরে আসতে হলে আগ্রাসন বন্ধ করতে হবে।

সংঘাত,মার্কিন,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত