ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এমন কিছু মানুষ, যারা খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছিলেন।
রোববার (২৯ জুন) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার মেডিকেল সূত্রগুলো জানায়, রোববার ভোর থেকে শুরু হওয়া হামলায় কেবল গাজা শহর ও উত্তরাঞ্চলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। সাংবাদিক মুয়াত আল-কালহুত জানান, জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর উত্তর গাজার আল-আহলি হাসপাতালে আহতদের ঢল নামে।
তিনি বলেন, “এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের মধ্যে অনেক শিশু। পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম নেই, অনেকেই মেঝেতে শুয়ে আছেন। হাসপাতালটি চরম সংকটে রয়েছে।”
তিনি আরও জানান, পূর্ব গাজা শহরে সাধারণ মানুষকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেট ছড়ানো হলেও, এর পরপরই শুরু হচ্ছে ভারী বোমা হামলা। ফলে হতাহতের সংখ্যা বাড়ছেই।
রোববার নিহতদের মধ্যে রাফাহর উত্তরে খাদ্য বিতরণকেন্দ্রে সহায়তা নিতে আসা অন্তত পাঁচজন ফিলিস্তিনিও রয়েছেন। বিতরণকেন্দ্রগুলো পরিচালনা করছে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ), যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
আবা/এসআর/২৫