ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এরই মধ্যে এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভিয়েতনাম। খবর বিবিসির।

আবহাওয়া দফতর জানিয়েছে, কাজিকি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ইতোমধ্যে ঘণ্টায় ১৬৬ কিলোমিটার ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৫ আগস্ট) এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করবে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেক বেশি।

ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাং এলাকায় বসবাসরত বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট চলাচল। সমুদ্রে সব ধরনের নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মাছ ধরার নৌকা থেকে শুরু করে পর্যটকবাহী জাহাজ পর্যন্ত- সব ধরনের জলযান এখন বিপদের মুখে।

ভিয়েতনাম কর্তৃপক্ষ বলছে, ঝড় কাজিকি গত বছরের ভয়াবহ ঝড় 'ইয়াগির'-এর মতোই শক্তিশালী হতে পারে। ইয়াগির আঘাত হানার পর পুরো অঞ্চলজুড়ে বিপর্যয় নেমে এসেছিল। শুধু ভিয়েতনামেই সেবার প্রাণ হারিয়েছিলেন অন্তত ৩০০ জন। ফলে এবারের ঝড়কেও ঘিরে রয়েছে চরম আতঙ্ক।

বিবিসির আবহাওয়ার খবরে বলা হয়েছে, তাইফুন কাজিকি তাইওয়ানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে। তবে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটার এবং ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের ফলে ২-৪ মিটার (৬.৬-১৩ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

আবা/এসআর/২৫

শক্তিশালী ঝড়,কাজিকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত