ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দখলমুক্ত করতে অভিযান

সড়ক দখলমুক্ত করতে অভিযান

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দীর্ঘদিন ধরে যানবাহন চালক ও সবজি ব্যবসায়ীদের অবৈধ দখলে সড়ক ও ফুটপাত সংকুচিত হয়ে পড়ায় চরম যানজট ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। এতে পথচারীদের চলাচলেও মারাত্মক সমস্যা দেখা দেয়। গতকাল শনিবার উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা যানবাহন ও ফুটপাতের ওপর ব্যবসা পরিচালনাকারী সবজি বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। এতে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের। এ সময় সড়ক দখলের দায়ে ৭ জনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের সোহেল মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের বলেন, সোহেল মিয়াকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা অমান্য করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত