
আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫০০ জনে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১,০০০ জন।
সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, "উদ্ধার অভিযান এখনো চলছে এবং বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।"
তিনি আরও জানান, "শহীদ ও আহতদের সংখ্যা পরিবর্তিত হচ্ছে। কুনার, নাঙ্গারহার এবং রাজধানী কাবুল থেকে মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছেছে।" তবে অনেক দুর্গম এলাকা থেকে এখনো হতাহতের তথ্য পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, "সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধীরে ধীরে মৃত্যুর ও আহতের খবর আসছে।"
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কুনার প্রদেশে চিকিৎসা সহায়তা দিতে ৩০ জন চিকিৎসক এবং ৮০০ কেজি (১,৭৬৪ পাউন্ড) ওজনের ওষুধ পাঠিয়েছে — স্থানীয় হাসপাতালে হতাহতদের চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার।
বাখতারের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান ও তালেবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাব নিজেও কুনারে পৌঁছেছেন; তিনি সেখানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় তদারকি করছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
ইউএসজিএস আরও জানায়, এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে। সংস্থার মডেলিং অনুযায়ী, বিপর্যয়টি “বিস্তৃত” এবং “বড় ধরনের প্রাণহানির আশঙ্কা” রয়েছে।