
আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১,৪১১ জনে। এতে আহত হয়েছেন আরও অন্তত তিন হাজার মানুষ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুনার প্রদেশে কমপক্ষে ১,৪১১ জন নিহত হয়েছেন, যেটি ৬.০ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। তিনি এক্স (টুইটারের নাম পরিবর্তিত সংস্করণ)-এ জানিয়েছেন, কমপক্ষে ৩,১২৪ জন আহত এবং ৫,৪০০টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে।
রোববার রাতে কুনারের গাজিয়াবাদ গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
আব্দুল লতিফ (৫০) নামের এক বাসিন্দা আল জাজিরাকে বলেন, তার ছেলে, স্ত্রী এবং মা বাড়ি ধ্বংসের নিচে চাপা পড়ে মারা গেছেন। তার আশেপাশের আত্মীয়দের দুটি বাড়িও ধ্বংস হয়েছে; একটিতে ছিল ১১ জন এবং অন্যটিতে ছিল ১৩ জন। কেউই বেঁচে ফিরেনি, তিনি বিশ্বাস করেন তারা মারা গেছেন, তবে মরদেহ উদ্ধার করার উপায় নেই।
“আমরা শুধু ধ্বংসস্তূপ থেকে মৃতদের উদ্ধারের জন্য কোনো সাহায্য খুঁজছি। আবহাওয়া শীতল, খাবার বা আশ্রয়ের কোনো ব্যবস্থা নেই; পরিস্থিতি খুবই হতাশাজনক,” তিনি যোগ করেন।
গ্রামের আরেক বাসিন্দা রাব্বানি (৪০) বলেন, তার পরিবার থেকে সাতজন সদস্য মারা গেছেন, যার মধ্যে তার পিতা-মাতা, চার সন্তান এবং স্ত্রী রয়েছেন।
“এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন, কিন্তু আমরা তাদের উদ্ধার করার উপায় পাচ্ছি না। ২৪ ঘণ্টা পার হয়ে গেল, কিন্তু এখানে আমাদের জন্য কোনো সাহায্য নেই,” তিনি জানান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।