ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ২০৫ জনের মৃত্যুর কথা তালেবান সরকার নিশ্চিত করেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৪০ জন।

তালেবান সরকার জানায়, এখন পর্যন্ত ২ হাজার ২০৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬৪০ জন। জাতিসংঘের হিসাবে প্রায় ৮৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের কয়েক হাজার ইতিমধ্যে গৃহহীন।

ভয়াবহ এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাঙ্গারহার সীমান্তবর্তী শিওয়া জেলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বারকাশকোট, কুনার ও নাঙ্গারহার অঞ্চল।

ইসলামিক রিলিফ জানিয়েছে, কুনারের কিছু গ্রামে প্রায় ৯৮ শতাংশ ভবন ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার চলছে।

জাতিসংঘ বলছে, খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৭০০টির বেশি ঘরবাড়ি পুরোপুরি ধসে পড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তাদের মজুদ চার সপ্তাহের বেশি চলবে না। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ৩০ লাখ ডলারের তহবিল ঘাটতির কথা।

এদিকে এমন পরিস্থিতিতেই তৃতীয় দফা ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

তালেবান প্রশাসন জানায়, দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে সেনা হেলিকপ্টার ও প্যারাশুট ব্যবহার করা হচ্ছে। তবে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

আফগানিস্তান,ভূমিকম্প,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত