
ইসরায়েলের দখলকৃত জেরুজালেম শহরে বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষের বয়স ৫০-এর ঘরে, এবং বাকি তিনজন পুরুষ, যাদের বয়স ৩০-এর আশেপাশে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি, তবে হামাস এ হামলার প্রশংসা করেছে।
স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুই বন্দুকধারী একটি যাত্রীবাহী বাসে উঠে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে থাকা একজন ইসরায়েলি সেনা সদস্যের গুলিতে হামলাকারীরা নিহত হয়।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শহরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত রামত জাংশনে। পুলিশের ভাষ্যমতে, "দুই সন্ত্রাসীকে ঘটনাস্থলেই নিঃশেষ করা হয়েছে"।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পরপরই নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, বলে জানিয়েছে তার দফতর। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এদিকে, ঘটনাস্থলের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ‘বিবিসি ভেরিফাই’ কর্তৃক যাচাই করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি গোল্ডা মেইর বুলেভার্ড সড়কে দৌঁড়ে যাচ্ছেন। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি থেমে থাকতে দেখা যায়।
তবে এই ব্যক্তিরা কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: বিবিসি