ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দমন-পীড়নের দায় নিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দমন-পীড়নের দায় নিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে জেনারেশন জেড (জেন-জেড) আন্দোলন এবং সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে সংঘটিত প্রাণঘাতী দমন-পীড়নের নৈতিক দায়িত্ব নিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সভাপতিত্বে বালুওয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন।

তার পদত্যাগ এমন সময়ে এলো, যখন একই দিনে কাঠমান্ডু ও ইতাহারিতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে অন্তত ১৯ জন নিহত হন। উপত্যকা ও সুনসারি জেলার বিভিন্ন হাসপাতালে শত শত আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বিক্ষোভকারী, সাংবাদিক ও নিরাপত্তা কর্মীও রয়েছেন।

এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কাঠমান্ডু, পোখারা, বুটওয়াল এবং ইতাহারিসহ বেশ কয়েকটি বড় শহরে কারফিউ জারি করে।

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে অন্যতম প্রাণঘাতী এই দমন-পীড়নের পর লেখক তার নিজ দলের ভিতরে ও বাইরে ব্যাপক চাপের মুখে পড়েন, যা তার পদত্যাগের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

পদত্যাগ,নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী,দমন-পীড়নের দায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত