
কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে নিহতদের মধ্যে শীর্ষস্থানীয় কোনো নেতা নেই বলে জানিয়েছে হামাস।
আরবি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন- হামাসের গাজা শাখার প্রধান খলিল আল-হাইয়ার ছেলে হিমাম আল-হাইয়া এবং খলিল আল-হাইয়ার অফিস পরিচালক জিহাদ লাবাদ আবু বিলাল।
অন্য তিনজন হলেন- আবদুল্লাহ আবু খলিল, মোমেন আবু ওমর এবং আহমেদ আবু মালেক, যারা সম্ভবত হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেহরক্ষী বা উপদেষ্টা।
এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি সংবাদমাধ্যম আল জাজিরাকে নিশ্চিত করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকের সময় হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে এই হামলা হলেও তারা অক্ষত রয়েছেন।
তিনি আরও জানান, হামলায় আল-হাইয়ার ছেলে হিমাম এবং তার একজন শীর্ষ সহযোগী নিহত হন। অন্যান্য শীর্ষ নেতারা বর্তমানে নিরাপদে আছেন।
এছাড়াও হামাসের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী দলের হামাস নেতারা এই হামলায় বেঁচে গেছেন। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশাপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।
অন্যদিকে দোহায় হামলাকে সফল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে হামাস হতাহতে সংখ্যা লুকানো চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দখলদাররা।
আবা/এসআর/২৫