ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলি সেনা ঘাঁটিতে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি সেনা ঘাঁটিতে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দখলকৃত এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটি ও এলাতের কাছে রামন বিমানবন্দরসহ একাধিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট একটি ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নেগেভের সেনাঘাঁটিতে আঘাত হানে। হামলায় বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, ড্রোন ইউনিট দুটি পৃথক হামলা চালিয়েছে—একটিতে রামন বিমানবন্দরে দুটি ড্রোন, আরেকটিতে নেগেভের আরেকটি সামরিক স্থাপনায় একটি ড্রোন নিক্ষেপ করা হয়। হামলাগুলোকে গাজায় ইসরাইলি অভিযান ও ইয়েমেনে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এর আগে, বুধবার ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা ও আল-জওফ প্রদেশে একাধিক হামলা চালায়। এতে প্রায় তিন ডজন বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ১৩০ জন আহত হয়। হামলায় ঘরবাড়ি, একটি চিকিৎসাকেন্দ্র ও সরকারি ভবন ধ্বংস হয়। কয়েকজন সাংবাদিকও নিহত হয়েছেন।

হুথি নেতারা সতর্ক করেছেন, ইসরাইলের আগ্রাসন চলতে থাকলে দখলকৃত ভূখণ্ডের সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও বসতি এলাকায় আরও বড় ধরনের পাল্টা হামলা চালানো হবে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় হত্যাযজ্ঞ ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু।

পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা,ইয়েমেন,ইসরায়েলি সেনা ঘাঁটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত