অনলাইন সংস্করণ
২০:১৭, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) শিক্ষাঙ্গনে সহিংসতার ঘটনায় পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আইসিসিআর বৃত্তি প্রাপ্ত সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পাসে সংঘটিত সংঘাতে ওই পাঁচ শিক্ষার্থী রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে শেষ বর্ষের কিছু বাংলাদেশি শিক্ষার্থীর ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন, যাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা শঙ্কাজনক।
আহত শিক্ষার্থীদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সময় ওই পাঁচ শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিলেন।
এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এই সময়ে তারা ভারতে অবস্থান করতে না পারে তা নিশ্চিত করতে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া