ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করবেন ট্রাম্প

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করবেন ট্রাম্প

প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার রাতে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ট্রাম্প দাবি করেন, “দ্য নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভ্রষ্ট ও নিকৃষ্ট সংবাদমাধ্যম।” তিনি অভিযোগ করেন, পত্রিকাটি কার্যত ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করেছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে।

ট্রাম্পের ভাষ্যে, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তার পরিবার ও ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যাচার চালিয়ে আসছে নিউইয়র্ক টাইমস। তিনি বলেন, “তাদের যথেচ্ছ মিথ্যাচার, অপমান ও মানহানির দিন শেষ। আমি মহান অঙ্গরাজ্য ফ্লোরিডায় মামলা দায়ের করব।”

১৫ বিলিয়ন ডলারের এই ক্ষতিপূরণ ডলারের বিনিময় মূল্য অনুযায়ী প্রায় এক লাখ ৮৩ হাজার কোটি টাকার সমান। তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য বা কখন আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।

ঘটনাটি স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে প্রকাশ পাওয়ায় তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্প,মানহানির মামলা,নিউইয়র্ক টাইমস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত