ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরাইলের এলাতে হুথিদের ড্রোন হামলা, হোটেলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরাইলের এলাতে হুথিদের ড্রোন হামলা, হোটেলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিস্ফোরক ড্রোন শহরের একটি হোটেলের প্রবেশপথে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রথম বিস্ফোরণের এক ঘণ্টা পর আরেকটি ড্রোন ভূপাতিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

একই দিনে সন্ধ্যায় তেলআবিব ও জেরুজালেমসহ ইসরাইলের মধ্যাঞ্চলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সাইরেন বাজতে শুরু করলেও ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়।

আইডিএফ জানায়, এলাতে আঘাত হানা ড্রোনটি পূর্ব দিক থেকে নিক্ষেপ করা হয়েছিল, যা ইয়েমেন থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ড্রোন প্রতিহত করা সম্ভব না হওয়ায় বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে।

হুথিরা দাবি করেছে, তারা তেলআবিবে একটি ‘সংবেদনশীল সামরিক স্থাপনায়’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি এলাতের দিকে তিনটি এবং বেয়ারশেভার দিকে একটি ড্রোন পাঠানো হয়েছিল। তবে এর কয়েকটি ইসরাইল পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়।

চলতি বছরের ১৮ মার্চ গাজায় হামাসবিরোধী অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে হুথিরা অন্তত ৮৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইসরাইলের দিকে। এলাত ইতিমধ্যেই বহুবার হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মাসের শুরুর দিকে এক ড্রোন শহরের রামোন বিমানবন্দরে আঘাত হেনে ক্ষতি সাধন করেছিল।

এর জবাবে ইসরাইল সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথি-নিয়ন্ত্রিত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

এর আগের মাসে রাজধানী সানায়া ইসরাইলি হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। তখন ইসরাইল হুথি নেতৃত্বকে সতর্ক করে জানায়, ‘এটি কেবল শুরু’।

সূত্র: রয়টার্স

হোটেলে ব্যাপক ক্ষয়ক্ষতি,হুথিদের ড্রোন হামলা,ইসরাইলের এলাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত