অনলাইন সংস্করণ
১৭:৩৩, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
আফগানিস্তানে শরীয়াহ ও রাষ্ট্রীয় নীতির পরিপন্থী অভিযোগে ৬৮০টি বই নিষিদ্ধ করেছে তালেবান সরকারের ইমারতে ইসলামিয়া প্রশাসন। এর মধ্যে ৩১০টি বই ইরানি লেখকদের এবং ১৪০টি বই নারী লেখকদের লেখা।
সরকার জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নারী ও লিঙ্গভিত্তিক সমাজতত্ত্বসহ পশ্চিমা ধ্যানধারণা সম্পর্কিত মোট ১৮টি বিষয়ের পাঠদানও বন্ধ থাকবে।
উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক জিয়াউর রহমান আরিয়ুবি বলেছেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় কেবল শরীয়াহসম্মত ও কল্যাণকর জ্ঞানই স্থান পাবে।’
সম্প্রতি অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে কয়েক প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ করা হয়েছে। সরকারের দাবি, এসব পদক্ষেপ শরীয়াহ ও জাতীয় সংস্কৃতি রক্ষার জন্য নেওয়া হয়েছে।