
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিতে ভয়াবহ বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান দুই বছরের যুদ্ধে এটিই সবচেয়ে তীব্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বাধ্য করতে এই অভিযান পরিচালিত হচ্ছে।
গাজা সিটি দখলের লক্ষ্যে চলমান এ হামলাকে যুদ্ধের দুই বছরে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ফিলিস্তিনিদের দক্ষিউপকূলবর্তী আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণে চলে যেতে আহ্বান জানান ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই।
তিনি শুক্রবার এক বিবৃতিতে গাজার মানুষদের উদ্দেশে বলেন, সেনারা এবার ‘অভূতপূর্ব শক্তি’ ব্যবহার করবে। তিনি বলেন, ‘এই সুযোগ নিন এবং শত শত হাজার মানুষের সঙ্গে যোগ দিন’, যারা এখন উপকূলীয় আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণে চলে যাচ্ছেন। গাজা ছেড়ে যাওয়ার জন্য এটিই একমাত্র খোলা রাস্তা।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম শুক্রবার নুসেইরাত শরণার্থী শিবির থেকে জানান, গাজা সিটির মানুষদের পশ্চিম দিকে উপকূলীয় সড়কের দিকে যেতে বাধ্য করা হচ্ছে। নিরবচ্ছিন্ন হামলার কারণে তারা কোথাও বিশ্রাম নিতে পারছে না।
তিনি বলেন, “এই অভিযানে পুরো ব্লক ধ্বংস করা হচ্ছে। এখনও তাল আল-হাওয়া এলাকায় অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা আছে।”
যদিও শুরুতে অনেকে গাজা সিটি ছাড়তে রাজি ছিলেন না, ক্রমেই আরও বেশি মানুষ দক্ষিণে যাচ্ছেন। কিন্তু গাড়ি ভাড়া করে আসবাবপত্র নিয়ে যাওয়ার খরচ অনেকের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তবু শত শত মানুষ হেঁটে দক্ষিণের আল-মাওয়াসি অঞ্চলের পথে রওনা হয়েছেন।
এদিকে, শুক্রবার ভোর থেকে সারা গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা নগরীতেই নিহত ২৬ জন। তাল আল-হাওয়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
আবা/এসআর/২৫