ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পোর্টল্যান্ডে সেনাবাহিনী পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোর্টল্যান্ডে সেনাবাহিনী পাঠানোর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি সোশ্যাল মিডিয়া ট্রুথে এ ঘোষণা দেন। খবর সিএনএনের।

ট্রাম্প বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি যুদ্ধমন্ত্রী পেটে হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি। সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি।’

তার দাবি, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কার্যালয়গুলো অ্যান্টিফা ও অন্যান্য ‘দেশীয় সন্ত্রাসীদের’ হামলার শিকার হচ্ছে। সেগুলোকে সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিএনএন জানায়, হোয়াইট হাউজকে ‘সর্বশক্তি প্রয়োগ’ দিয়ে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন তা জানতে অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও উত্তর দেওয়া হয়নি।

এই ঘোষণার পর থেকে স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনিক প্রতিনিধিরা সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ওরেগনের সিনেটর জেফ মার্কলে বলেন, ‘আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার এজেন্ট পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেন প্রতিবাদ হয়। যেন সংঘাত হয়। তার লক্ষ্য হলো পোর্টল্যান্ডকে ঠিক সেইরকম দেখানো, যেমন তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হলো বলা, আমরা এই ফাঁদে পা দেব না।’

আবা/এসআর/২৫

পোর্টল্যান্ড,সেনাবাহিনী,ট্রাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত