ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এক সাবেক সেনার গির্জায় হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন সাধারণ মানুষ এবং হামলাকারী নিজেও পুলিশের গুলিতে নিহত হন। ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে শতাধিক মানুষ প্রার্থনায় অংশ নিতে গির্জায় উপস্থিত ছিলেন। এ সময় গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ে থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) নামের ওই সাবেক সেনা।

অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানোর পর ভবনে অগ্নিসংযোগ করে সে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গুলি করে হত্যা করে।

পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন, হামলার ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং চার্চের পার্কিং লটে স্যানফোর্ডকে গুলি করে হত্যা করে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বাসা ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, এ হামলার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী নর্থ ক্যারোলাইনার সাউথপোর্টে একটি পানশালায় বন্দুক হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হন।

নিহত ৫,বন্দুক হামলা,যুক্তরাষ্ট্রে চার্চ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত