ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিয়েভে এক রাতে রুশ হামলায় নিহত ৪, আহত ৮০

কিয়েভে এক রাতে রুশ হামলায় নিহত ৪, আহত ৮০

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক রাতের ব্যবধানে ৬ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন।

শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত টানা ১২ ঘণ্টা এ হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিক্ষিপ্ত ৫৯৫টি ড্রোনের মধ্যে ৫৬৮টি এবং ৪৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৩টি প্রতিহত করতে সক্ষম হয় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তবে যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হয়নি, সেগুলোর আঘাতেই হতাহতের ঘটনা ঘটে।

জেলেনস্কির দাবি, নিহত ও আহতরা সবাই বেসামরিক। কিয়েভে কয়েকটি আবাসিক ভবন ধসে গেছে এবং বিদ্যুৎকেন্দ্রসহ অবকাঠামোরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জি৭ ও জি২০-কে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের শহরতলি এলাকা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হামলার সময় সতর্কতাস্বরূপ সাইরেন বেজে ওঠে, বাসিন্দারা দ্রুত ভূগর্ভস্থ গ্যারেজ ও মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

এ বিষয়ে রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে, বেসামরিক এলাকায় হামলা হয়নি।

আহত ৮০,নিহত ৪,রুশ হামলা,কিয়েভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত