ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হানা, গ্রেপ্তার প্রায় ২০০ কর্মী

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হানা, গ্রেপ্তার প্রায় ২০০ কর্মী

ইসরায়েলের নৌবাহিনী অবরুদ্ধ গাজার দিকে যাওয়া মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানে অভিযান চালিয়ে প্রায় ২০০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী গত কয়েক ঘণ্টায় ফ্লোটিলার অন্তত ১৩টি নৌযান থামিয়ে তল্লাশি চালায় এবং সেগুলোতে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে। এই ফ্লোটিলা গাজার ওপর দীর্ঘদিন ধরে চলমান নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আটককৃতদের পরিচয় এবং অবস্থান সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

গাজা,ফ্লোটিলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত