ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মতি, আরও আলোচনা চায় হামাস

গাজায় কিছুটা কমেছে বোমাবর্ষণ
ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মতি, আরও আলোচনা চায় হামাস

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার কয়েকটি অংশে সম্মতি দিয়েছে হামাস। তবে পুরো পরিকল্পনা নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হামাসের প্রতিক্রিয়ার পর শনিবার সকালে ট্রাম্প ইসরায়েলকে গাজায় "অবিলম্বে বোমাবর্ষণ বন্ধের" নির্দেশ দেন এবং জানান, "হামাস একটি স্থায়ী শান্তিতে প্রস্তুত রয়েছে"।

ইসরায়েলি সরকার বলছে, তারা ট্রাম্পের পরিকল্পনার “প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে”। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, হামাসের প্রতিক্রিয়ার পরই দেশটির সামরিক বাহিনীকে গাজায় আক্রমণাত্মক কার্যক্রম কমিয়ে আনতে বলা হয়েছে।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো স্পষ্ট নয় ইসরায়েল আসলে বোমাবর্ষণ বন্ধ করেছে কি না। তবে মধ্যরাত থেকে কিছুটা অস্বাভাবিক শান্ত পরিবেশ লক্ষ্য করা গেছে—যে সময়টিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রে বক্তব্য রাখার কথা ছিল।

তিনি জানান, গাজার উত্তরে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে এবং হালকা অস্ত্রের গুলির শব্দ ও সামরিক যানবাহনের চলাচল শোনা যাচ্ছে। তবে আগের কয়েক দিনের তুলনায় বোমাবর্ষণের তীব্রতা ও আগ্রাসন অনেকটাই কম, যা হয়তো একটি সম্পূর্ণ বিরতির ইঙ্গিত হতে পারে।

গাজার আকাশে সবসময় শোনা যেত যে ইসরায়েলি ড্রোনের আওয়াজ, সেটিও এদিন সকালে অনুপস্থিত ছিল বলে জানান হানি মাহমুদ। তিনি এটিকে “পরিষ্কারভাবে উত্তেজনা কমার লক্ষণ” হিসেবে বর্ণনা করেন।

শুক্রবার হামাস ট্রাম্পের ২০-দফা গাজা পরিকল্পনার প্রতি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হস্তান্তর করে। এর কিছু ঘণ্টা আগেই ট্রাম্প হামাসকে রবিবারের মধ্যে জবাব দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস পরিকল্পনার কিছু অংশে সম্মতি জানালেও পরিকল্পনায় থাকা অস্ত্র সমর্পণের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, প্রস্তাবে উল্লেখিত বিনিময় সূত্র অনুযায়ী তারা সব ইসরায়েলি জিম্মি—জীবিত ও মৃতদের দেহাবশেষ—মুক্তি দিতে রাজি, যদি ময়দান পর্যায়ে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়।

হামাস আরও জানিয়েছে, তারা একটি ফিলিস্তিনি জাতীয় ঐকমত্যভিত্তিক ও আরব-ইসলামী সমর্থিত নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার দায়িত্ব হস্তান্তরে প্রস্তুত রয়েছে। এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে, হামাস ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক ‘শান্তি বোর্ড’ নয়, বরং গাজায় ফিলিস্তিনি কর্তৃত্ব রাখতে চায়।

তারা আরও বলেছে, প্রস্তাবের এমন কিছু অংশ রয়েছে যা গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনি জনগণের অধিকার-সংক্রান্ত। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত জাতীয় ঐকমত্য ও আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে।

প্রসঙ্গত, এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, রোববারের মধ্যে চুক্তি না হলে “হামাসের বিরুদ্ধে এমন নরক নেমে আসবে, যা আগে কেউ কখনো দেখেনি”।

ডোনাল্ড ট্রাম্প,হামাস,পরিকল্পনা,সম্মতি,আলোচনা,গাজা,বোমাবর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত