ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন— জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি। ধাতু–জৈব কাঠামো উদ্ভাবনের জন্য তারা যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল বিজয়ী সুসুমু কিতাগাওয়া ১৯৫১ সালে জাপানের কিয়োটো শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং বর্তমানে সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

নোবেল বিজয়ী রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৩৭ সালে যুক্তরাজ্যের গ্লাসবার্নে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন তিনি।

নোবেল বিজয়ী ওমর এম. ইয়াগি ১৯৬৫ সালে জর্ডানের আম্মানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছেন।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানায়, এই তিন বিজ্ঞানী এমন একটি নতুন ধরনের আণবিক স্থাপত্য উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে গ্যাস এবং রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই ধাতু–জৈব কাঠামো পরিবেশবান্ধব প্রযুক্তিতে এক বৈপ্লবিক সম্ভাবনা তৈরি করেছে, যেমন মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই-অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা।

নোবেল কমিটির চেয়ারম্যান হেইনার লিঙ্কে বলেছেন, ধাতু–জৈব কাঠামো অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং বিজ্ঞানীরা এখন নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপযোগী উপকরণ নিজেরাই নকশা করতে পারছেন।

তাদের এই সাফল্য ভবিষ্যতে মানবজাতির বড় কিছু সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। উদাহরণস্বরূপ, পানির মধ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক পিএফএএস আলাদা করা, পরিবেশে থাকা ওষুধের অবশেষ ভেঙে ফেলা এবং মরুভূমির বাতাস থেকে পানি আহরণ ইত্যাদি।

এ বছর নোবেলজয়ীরা একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকার সমান। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে পুরস্কারের অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।

নোবেল পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া সবসময়ই গোপনীয় থাকে। এবারও পুরস্কার ঘোষণার আগে মনোনীত ব্যক্তি বা সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়নি। সম্পূর্ণ প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার মধ্যেই সম্পন্ন করেছে নোবেল কমিটি।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল পুরস্কারের নাম ঘোষণা শুরু হয়। এ বছর ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে এবং ৭ অক্টোবর পদার্থবিজ্ঞানের বিজয়ীর নাম প্রকাশিত হয়েছে। এরপর ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, এবং ১০ অক্টোবর শান্তিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, যা বিশেষভাবে আলোচিত একটি বিভাগ। শেষ হিসেবে ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শেষ হবে।

রসায়ন,নোবেল,পুরস্কার,বিজ্ঞানী,ধাতু–জৈব কাঠামো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত