অনলাইন সংস্করণ
১০:১৬, ১০ অক্টোবর, ২০২৫
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম দেশগুলোর নেতাদের মধ্যকার একাধিক বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
রুবিও বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প আটটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইল–হামাস সংঘাতের অবসান এবং যুদ্ধ-পরবর্তী গাজার পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এরপর ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে যুদ্ধ শেষ করার লক্ষ্যে প্রস্তাবিত ২০ দফা শান্তি-রূপরেখার প্রতি দুজনেই সম্মতি জানান।
রুবিও জানান, বৈঠকের পর ট্রাম্পের আলোচক দল কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসকে আলোচনায় আনতে সক্রিয়ভাবে কাজ শুরু করে। পাশাপাশি ট্রাম্প নিজেও কাতার, মিসর, তুরস্ক, সৌদি আরব, জর্ডান ও ইন্দোনেশিয়ার নেতাদের সঙ্গে একাধিক ফোনালাপ ও বৈঠক করেন, যা যুদ্ধবিরতির পথে গতি আনে।
তিনি আরও বলেন, “এটি মূলত এক মানবিক গল্প। পুরো প্রক্রিয়াটি হয়তো ভবিষ্যতে বিস্তারিতভাবে প্রকাশ পাবে, তবে এটা নিশ্চিত—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরাসরি সম্পৃক্ততা ছাড়া এমন সাফল্য সম্ভব ছিল না।”
বৃহস্পতিবার ট্রাম্প গাজা শান্তিচুক্তি সফল করতে সহায়তা করার জন্য মুসলিম দেশগুলোর নেতাদের ধন্যবাদ জানান।